ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের জন্য খুবই আগ্রহের বিষয়। কেননা, ক ইউনিট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগের সম্পর্কিত ইউনিট। এই ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত বিভিন্ন বিজ্ঞান প্রোগ্রামে আবেদনকারীদের ভর্তির অবস্থা নির্ধারণ করে। প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঢাবি এ ইউনিটের ফলাফল দেখতে পারেন।

এই আলোচনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। অর্থাৎ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনট রেজাল্ট দেখার পদ্ধতি। একই সাথে ক ইউনিটের ভর্তি পরীক্ষা বিষয়, প্রশ্ন, মার্ক ও রেজাল্ট প্রস্তুত পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো। তাছাড়া বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় পাস নম্বর ও যোগ্যতা যাতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান/ক ইউনিটের ফলাফল ও ভর্তি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে।

আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষার্থী? যদি হন, তাহলে অবশ্যই আপনাকে বিষয়ভিত্তিক MCQ স্কোর সহ আপনার A ইউনিট পরীক্ষার ফলাফল কীভাবে পেতে হবে এবং প্রয়োজনীয় তথ্যগুলো জানতে হবে। তো, আসুন ঢাবি এ ইউনিটের ফলাফল সম্পর্কে জানা শুরু করি। পোস্টটি ইংরেজীতে পড়ুন: DU A Unit Result.

ঢাকা বিশ্ববিদ্যালয় ক (বিজ্ঞান) ইউনিট পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের বিজ্ঞান ফ্যাকাল্টির ডিপার্টমেন্ট ও বিষয়সমূহের ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করে ক ইউনিটের মাধ্যমে। প্রতি বছরই ক ইউনিটের ভর্তি পরীক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্ন দ্বারা অনুষ্ঠিত হয়। এই বছর (২০২৪), ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট তথা ক ইউনিটের পরীক্ষা সকাল ১১ টা থেকে ১২:৩০ টা পর্যন্ত নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষাটি এমসিকিউ ও লিখিত দুটি অংশ মিলিয়ে মোট ১০০ নম্বরের। যার পাশ মার্ক ৪০। পদার্থবিজ্ঞান ও রসায়নসহ (গণিত, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজী) বিষয়গুলোর যেকোনো ২টি মিলে মোট ৪ টি বিষয়ে ১৫ টি এমসিকিউ ও লিখিত ১০ নম্বর করে মোট ৬০ নম্বর এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা। এই ক্ষেত্রে, এমসিকিউ এবং লিখিত, উভয় পরীক্ষার সময় মাত্র ১ ঘন্টা ৩০ মিনিট।

ঢাকা ট্রিবিউন এর রিপোর্ট অনুযায়ী, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ক ইউনিটে পরীক্ষার জন্য ১ লক্ষ ২২ হাজার ১৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। অপরদিক ক ইউনিটের আসন সংখ্যা ১৮৫১ টি। অর্থাৎ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে ১ টি আসনের বিপরীতে ৬৬ জন পরীক্ষার্থী লড়াই করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট রেজাল্ট প্রকাশের তারিখ

গত ১ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষা। পরীক্ষার পরেই সকল পরীক্ষার্থীদের উৎকন্ঠা থাকে যে রেজাল্ট কবে দিবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে প্রকাশের নির্দিষ্ট কোনো দিন নির্ধারণ করা থাকেনা। তবে, সর্বোচ্চ ১ মাস লাগতে পারে।

যদিও পূর্বে যখন শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার ভিত্তিতে রেজাল্ট ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হতো তখন ৩ থেকে ৫ দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হতো। তবে যখন থেকে পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা যুক্ত হয়েছে, রেজাল্ট প্রস্তুত ও প্রাকাশের সময় দীর্ঘ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের রেজাল্ট প্রকাশের কোন নির্দেশ তারিখ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়নি। তবে বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে ধারণা করা যায় যে এপ্রিলের প্রথম সপ্তাহেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের রেজাল্ট প্রকাশিত হবে। যদিও, রেজাল্ট প্রকাশের ২ দিন আগে কর্তৃপক্ষ তারিখ ও সময় জানিয়ে দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের রেজাল্ট প্রস্তুতি প্রক্রিয়া

ক ইউনিটের পরীক্ষা শেষে রেজাল্ট যাচাই ও প্রস্তুতির পালা শুরু। সুতরাং, প্রতিটি পরীক্ষার্থীর এমসিকিউ ওএমআর মেশিনের মাধ্যমে যাচাই করা হবে। এই ক্ষেত্রে, ৬০ নম্বরের এমসিকিউ এর মধ্যে নূন্যতম ২৪ নম্বর পেলেই প্রার্থীরা পাশ বলে বিবেচিত হবে। উল্লেখ্য যে, প্রতিটি ভুল এমসিকিউ এর জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা যাবে।

শুধুমাত্র এমসিকিউ অংশে পাশ নম্বর পেলেই প্রার্থীদের লিখিত খাতা যাচাই করা হবে। এখানেও একটি শর্ত্ব রয়েছে যে, বিজ্ঞান আউনিটের মোট আসনের ৫ গুণ সংখ্যক প্রার্থীদের লিখিত খাতা যাচাই করা হবে। অর্থাৎ, এমসিকিউ স্কোরের মেরিট অনুযায়ী মোট ৯২৫৫ টি লিখিত খাতা যাচাই করা হবে। লিখিত অংশে যারা ১২ নম্বর পেয়ে পাশ করে এমসিকিউ ও লিখিত পরীক্ষা মিলিয়ে কমপক্ষে ৪০ নম্বর পাবে তারা পাশ বা ভর্তির জন্য বিবেচিত হবে।

এছাড়াও, প্রার্থীদের এসএসসি ও এইচএসসি রেজাল্টের জিপিএর ভিত্তিতে ২০ নম্বর রয়েছে। এই ক্ষেত্রে, শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি রেজাল্ট পয়েন্টকে ২ দিয়ে গুণ করেতে হবে। তারপর যেই নম্বরটি আসবে তা ক ইউনট ভর্তি পরীক্ষার নম্বরের সাথে যোগ হবে। অর্থাৎ, ভর্তী পরীক্ষার ১০০ নম্বর ও এসএসসি+এইচএসসি পরীক্ষার ২০ নম্বর মিলে মোট ১২০ নম্বর।

সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ১০০ নম্বরের পরীক্ষায় (শর্ত্ব মোতাবেক) যারা ৪০ নম্বরের অধিক পাবে, তাদের মার্কের সাথে এসএসসি+এইচএসসি রেজাল্টের নম্বর যোগ হয়ে মেধা তালিকা তৈরি করা হবে। তবে, বিজ্ঞান ইউনিটের বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য বিবেচিত হতে স্ব স্ব বিষয়ের বিষয়ভিত্তিক নূন্যতম যোগ্যতা রয়েছে। নিচে বিষয়ভিত্তিক ভর্তির ন্যূনতম যোগ্যতার তালিকা দেওয়া আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের রেজাল্ট ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট রেজাল্ট প্রকাশের ধরণ খুবই সুন্দর ও তথ্যযুক্ত। কেননা, একজন প্রার্থী কোন বিষয়ে কতটি উত্তর করেছে এবং কতটি সঠিক ও কতটি ভুল হয়েছে তা সে দেখতে পায়। ফলে প্রর্থীরা তাদের ক ইউনিটের রেজাল্ট নিয়ে সম্পূর্ণ আস্থা রাখতে পারে। যাইহোক, আপনি কি ক ইউনটের একজন পরিক্ষার্থী? ডিইউ ক ইউনটের রেজাল্ট কিভাবে দেখতে হয় তা জানেন না?

আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট: ক ইউনিটের রেজাল্ট দুইটি মাধ্যমে জানতে পারবেন। পদ্ধতি দুটি হচ্ছে মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে এবং অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে। এখানে আমরা উভয় পদ্ধতিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের রেজাল্ট জানার বিষয়ে আলোচনা করবো।

অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের রেজাল্ট অনলাইনে চেক করা আর ইনবক্স চেক একই রকম। কেননা, ক ইউনিটের প্রার্থীরা নিজ নিজ এসএসসি ও এইচএসসি পরীক্ষার তথ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এডমিশন পেজে লগিন করলেই রেজাল্ট দেখতে পাবে। প্রক্রিয়াটি সম্পন্ন করতে নিচের ধাপগুলো অনুসরন করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক (বিজ্ঞান) ইউনিটের রেজাল্ট

  • ঢাবির ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পেতে, অফিসিয়াল ঢাবির ভর্তির ওয়েব পোর্টালে যান: https://admission.eis.du.ac.bd
  • এর পরে, আপনি “লগইন” নামে একটি বোতাম দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন।
  • তারপর, আপনার এইচএসসি রোল, বোর্ড, পাসের বছর এবং এসএসসি রোল প্রদান করুন এবং “দাখিল করুন” বোতামে ক্লিক করুন।
  • এর পরে, আপনি আপনার আবেদনকৃত ক-ইউনিটের তথ্য পাবেন যেখানে একটি ফলাফল দেখার লিঙ্ক থাকবে (যদি ক ইউনিটের ফলাফল প্রকাশিত হয়)।
  • অবশেষে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল আপনার কাছে উপলব্ধ হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট লগিন পেজ

ড্যাশবোর্ডে, আপনি আপনার সমস্ত বিষয় (পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি) নৈবেত্তিক স্কোর এবং লিখিত নম্বর পেতে পারেন।

এসএমএসের মাধ্যমে ক ইউনিটের ফলাফল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল পাওয়ার আরেকটি উপায় হল এসএমএস পদ্ধতি। এই পদ্ধতিতে, ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। প্রার্থীদের শুধুমাত্র একটি নির্দিষ্ট ফরম্যাটে ১৬৩২১ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। সুতরাং, আপনি যদি এসএমএস ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল পেতে চান তবে নীচের SMS ফর্ম্যাটটি অনুসরণ করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল পাওয়ার SMS ফরম্যাট: DU KA ভর্তির রোল

উদাহরণ: DU KA 12345678

ঢাবি বিজ্ঞান বা ক ইউনিট ভর্তির জন্য বিষয়ভিত্তিক প্রয়োজনীয়তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল মোট 120 নম্বর নিয়ে প্রস্তুত হয়। এতে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের জিপিএ এর ২ গুণ ফলাফল থেকে ২০ নম্বর রয়েছে। এছাড়াও, ক ইউনিটের ভর্তি পরীক্ষার ১০০ নম্বর।

আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেএ ইউনিটে বিজ্ঞান অনুষদের সব বিষয় রয়েছে। মেধা তালিকার শীর্ষে থাকা এই বিষয়গুলিতে ভর্তির যোগ্যতার জন্য যথেষ্ট নয়। প্রতিটি বিষয়ে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিষয়ে ন্যূনতম নম্বর প্রয়োজন। তাই ক ইউনিটের ফলাফল প্রকাশের পর বিষয় পছন্দ জমা দেওয়ার আগে শর্ত ও যোগ্যতা জেনে নিন। ঢাবি এ ইউনিটে ভর্তির জন্য বিষয়ভিত্তিক ন্যূনতম যোগ্যতার তালিকা নিচে দেওয়া হল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বা ক ইউনিট ভর্তির জন্য বিষয়ভিত্তিক প্রয়োজনীয়তা

উপসংহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪ পাওয়ার প্রক্রিয়া খুবই সহজ। সুতরাং, বিজ্ঞানের শিক্ষার্থীরা সহজেই অনলাইন এবং এসএমএস পদ্ধতির মাধ্যমে তাদের ক ইউনিটের ফলাফল পেতে পারে। আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ফলাফল সম্পর্কে সব আলোচনা করেছি। সুতরাং, আমরা আশা করি আপনারা সবাই আমাদের আলোচনা থেকে আপনার ফলাফল পাবেন। ঢাবি ক ইউনিটের রেজাল্টের জন্য এখনও সাহায্যের প্রয়োজন? নিচে মন্তব্য করুন।

মন্তব্য করুন